শনিবার, ২৪ মে ২০২৫, ১১:১৯ অপরাহ্ন

হাবিপ্রবির শিক্ষক ও শিক্ষার্থীরা ঘুরে দেখলো আধুনিক কৃষির পলিনেট হাউজ

বিরল, দিনাজপুর সংবাদদাতা / ১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫

দিনাজপুরের বিরলে হাজী মোহম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ঘুরে দেখলেন আধুনিক কৃষির পলিনেট হাউজ। বিরলের গ্রামগজ্ঞে গড়ে ওঠা আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়া সরজমিন ঘুরে দেখলেন। দিনাজপুরের সর্বোচ্চ বিদ্যাপিঠ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের ৩ জন শিক্ষক ও ৫০ জন শিক্ষার্থী। বিরলের কৃষির এই অগ্রগতির মহা আয়োজনের বিরল কৃষি অফিসের তত্বাবধানে পরিচালিত অত্যন্ত জনবান্ধব একটি প্রকল্প ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট (ডিএই পার্ট) প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে মাত্র ২০ শতক জায়গার ওপর প্রতিষ্ঠিত হয়েছে আধুনিক কৃষির গুরুত্বপূর্ণ অনুসঙ্গ অর্থাৎ এই পলিনেট হাউজটি। ইতিমধ্যেই উক্ত বিশ্ব বিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্র ছাত্রী উদ্যোক্তা হিসেবে আত্ম প্রকাশের ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানিয়ে উপজেলা কৃষি অফিসার মোস্তফা হাসান ইমাম বলেন। এই পলিনেট হাইজে, পানি, তাপ, বায়ু প্রবাহ, আলো প্রবেশ এসকল কিছু নিয়ন্ত্রণ করা যায়। এছাড়াও স্বয়ংক্রিয়ভাবে কীটানাশক প্রয়োগেরও সুব্যবস্থা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ