নীলফামারীর সৈয়দপুরে স্পিড ব্রেকার (বিট) অপসারণের দাবিতে গণস্বাক্ষর ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে সর্বস্তরের জনগণ।
গতকাল বৃহস্পতিবার সকালে সৈয়দপুর উপজেলার হাজারী হাট অটো স্ট্যান্ডে এই মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচির পালিত হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ লুৎফর রহমান চৌধুরী,আমার সংঘ সংগঠনের সভাপতি নেহরোন কারীম, কশিরাম বেলপুকুর বিএনপির সভাপতি আনিসুল চৌধুরী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দুর্ঘটনা রোধে রাস্তায় তৈরি করা হয় স্পিড ব্রেকার বা গতিরোধক। এসব গতিরোধক স্থাপন করা হয় দুর্ঘটনাপ্রবণ এলাকায়। কিন্তু হাজরী হাট এলাকার প্রধান রাস্তা ও অলিগলিতে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে অসংখ্য স্পিড ব্রেকার। খিয়ার জুম্মা হতে হাজারী হাট পর্যন্ত দুই কিলোমিটার রাস্তায় রয়েছে ২৯ টি স্পিড বেকার এসব স্পিড ব্রেকার দুর্ঘটনা রোধের বদলে দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে । বিপজ্জনক স্পিড বেকারগুলো বসিয়ে শুধু গাড়ির ক্ষতিই করা হচ্ছে না, দুর্ঘটনার আশঙ্কাও বাড়িয়ে তোলা হচ্ছে কয়েকগুণ। আমরা স্থানীয়রা দ্রুত এগুলো অপসারণ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি।উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করেন কাশিরাম বেলপুকুর ও খাতামধুপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষ।