ঔষধ বিক্রয়ে কমিশন বৃদ্ধি, মেয়াদোত্তীর্ণ ঔষধ দ্রুত ফেরত নেওয়া ও প্রতিস্থাপনের ব্যবস্থা, লাইসেন্সবিহীন ফার্মেসিতে ঔষধ সরবরাহ বন্ধ এবং সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক পুনঃনির্ধারণের চার দফা দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি রংপুর জেলা শাখা।
গতকাল বৃহস্পতিবার সকালে রংপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে রংপুরের অবস্থিত সকল ঔষধ ব্যবসায়ীরা অংশ নেন।
মানববন্ধনে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি রংপুর জেলা শাখার সহ-সভাপতি লিটন পারভেজের সভাপতিত্বে ও সদস্য দেলোয়ার হোসেনের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহ-সভাপতি আমিনুল ইসলাম, সদস্য রশিদুল ইসলাম, মীর জাহাঙ্গির আলী, শাহিন আলম, আকবর হোসেন, ঔষধ ব্যবসায়ী এনামুল, শফিকুল, মাহফুজুর, সাজ্জাদুল, লিয়াকত, শাহিন আকতার বাবু, সোহেল, দেলোয়ার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা যেকোন উৎসবসহ ঝড়-বৃষ্টির মধ্যে প্রতিষ্ঠান খোলা রেখে মানুষের সেবা দিয়ে থাকি। কিন্তু আমাদের লাভ সীমিত। পাশাপাশি কালোবাজারিরা অল্প রেটে ঔষধ বিক্রয় করে থাকে সেখানে আমরা নিরুপায় হয়ে আছি। আমরা চাইনা তারা তাদের ব্যবসা বন্ধ করুক আমরা চাই তারা সরকারি বিধি-বিধান মেনে ব্যবসা করুক।
তারা তাদের চার দফা দাবি উত্থাপন করে বলেন, দাবিগুলো দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ দেয়া হবে। তারা তাদের ন্যায্য অধিকার রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা করেন।