লালমনিরহাট আদর্শ ডিগ্রী (অনার্স) কলেজ এর গভর্নিং বডি নির্বাচনে অভিভাবক/শিক্ষক প্রতিনিধি নির্বাচন-২০২৫ এর ফলাফল ঘোষণা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন কলেজ এর অভিভাবক/ শিক্ষক প্রতিনিধি নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও লালমনিরহাট আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. ঈশা। এসময় নির্বাচন কমিশনের সদস্য একেএম মাহবুবুল আলম মিঠু, লিয়াকত আলী সরকারসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, কলেজ এর গভর্নিং বডি অভিভাবক প্রতিনিধি নির্বাচনে অভিভাবক সদস্য পদে আরিফুজ্জামান (ছাতা) প্রতীকে ১শত ৩৪টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, মতিয়ার রহমান (মোমবাতি) প্রতীকে ১শত ৩২টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, শাহজাহান হোসেন (ফুটবল) প্রতীকে ১শত ৩০টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাহেরুল হক জিহাদ (কলম) প্রতীকে ১শত ২২টি ভোট পেয়েছেন, রফিকুল ইসলাম (আনসার) প্রতীকে ১শত ৬টি ভোট পেয়েছেন, দুলাল হোসেন (কাপ-পিরিচ) প্রতীকে ৯৫টি ভোট পেয়েছেন।
লালমনিরহাট আদর্শ ডিগ্রী (অনার্স) কলেজ এর শিক্ষক প্রতিনিধি নির্বাচনে শিক্ষক প্রতিনিধি সদস্য পদে রবিউল ইসলাম ২৪টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, আবু রেজা মো. আব্দুল্যাহ ২৪টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বদিয়ার রহমান ১৫টি ভোট পেয়েছেন, আবু ইয়াহিয়া ইউনুছ আহমেদ ১৫টি ভোট পেয়েছেন।
লালমনিরহাট আদর্শ ডিগ্রী কলেজ এর শিক্ষিকা প্রতিনিধি নির্বাচনে শিক্ষিকা প্রতিনিধি সদস্য পদে ফাতেমা নাজিম (বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) হয়েছেন।
উল্লেখ্য, নির্বাচনের নির্বাচিত প্রার্থীরা জয়লাভ করায় অভিভাবক-শিক্ষক ও সমর্থকরা আনন্দিত।