রংপুরের প্রবীণ ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব সাফায়েত হোসেনের ইন্তেকালে তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাংলার চোখ’ পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সোমবার বাদ আসর নগরীর নূরে-ই মদিনা জামে মসজিদে এই আয়োজনে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম, সমাজের নানা শ্রেণিপেশার মানুষ এবং মরহুমের আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীগণ।
দোয়া মাহফিল পরিচালনা করেন মুলাটোল মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব মৌলানা আজগার হোসেন। তিনি মরহুমের রূহের মাগফিরাত এবং পরিবার-পরিজনের জন্য ধৈর্য ও সান্ত্বনার দোয়া করেন।
উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন ‘বাংলার চোখ’ এর চেয়ারম্যান হাজী মো. তানবীর হোসেন আশরাফী, মরহুমের আরেক পুত্র মোঃ তৌহিদ হোসেন, মরহুমের জামাতা খন্দকার মারুফ হোসেন পাপ্পু, সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বাবুল, মহানগর কমিটির সাধারণ সম্পাদক ওমর ফারুক, সভাপতি আলহাজ্ব মোঃ আবু জাফর লিটন, উপদেষ্টা প্রফেসর শাহ আলম, খন্দকার আব্দুল মজিদ হীরু, প্রফেসর, আব্দুল মতিন লস্কর, ড. বাবুল হোসেন, ক্রোকারিজ মার্কেট, লোহাপট্টি ব্যবসায়ী বৃন্দসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়াও মাহফিলে উপস্থিত ছিলেন, মডেল মসজিদের খতিব মাওলানা জাহিদ হোসেন, নূরে মদিনা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবু ঈসা, কামারপাড়া বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব মাওলানা ইদ্রিস আলী জিহাদি, নূরে মদিনা মডেল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নিয়ামুল হক বিপ্লবী, গনেশপুর বায়তুল মামুর জামে মসজিদ-এর খতিব হোসাইন মাদানী, জেলা ও মহানগর হাজী কল্যাণ সংস্থার সভাপতি, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আবু সাঈদ, সহ-সভাপতি কামরুল আলম, এয়াজ আহমেদ পাপ্পু প্রমুখ।
প্রসঙ্গত, মরহুম আলহাজ্ব সাফায়েত হোসেন গত ১৩মে ২০২৫, মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরদিন ১৪ মে, বুধবার, দুপুর ২টায় রংপুর কেরামতিয়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং তাঁকে দাফন করা হয় নুরপুর বড় কবরস্থানে।
‘বাংলার চোখ’ পরিবার মরহুমের রূহের মাগফিরাত কামনায় দেশ-বিদেশে অবস্থানরত সকল আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের নিকট দোয়া প্রার্থনা করছেন।