শিরোনাম
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৯:০০ অপরাহ্ন

রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের পাশে জেলা প্রশাসন

খুশবু হাসান রনি / ১০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
Oplus_131074

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের  পরিবারের খোঁজ খবর তাদের বাসায় যান রংপুরের জেলা প্রশাসক রবিউল ফয়সাল।

শনিবার সকালে(২৮ সেপ্টেম্বর) রংপুরে ছাত্র আন্দোলনে নিহত সকলের কবর জিয়ারতসহ তাদের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজ নেন।

এসময় নিহত প্রতি পরিবারের সদস্যদের হাতে পুষ্টিকর ফল ও নগদ ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন।

নগরীর জুম্মাপাড়ার ফল ব্যবসায়ী শহীদ মেরাজুল ইসলামের কবর জিয়ারত শেষে জেলা প্রশাসক বলেন, রংপুরের সকল শহীদ পরিবাররের ন্যায় বিচার পেতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। প্রয়োজনে বিজ্ঞ আদালতে ফোরামের মাধ্যমে ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করবে জেলা প্রশাসন।

এসময় তিনি আরও বলেন, রংপুরে ছাত্র জনতার আন্দোলনে নিহত সকল শহীদ পরিবারের পাশে থাকবে জেলা প্রশাসন। তাদের সার্বিক খোঁজখবর রাখারসহ যাবতীয় সহায়তা করার আশ্বাস দেন তিনি। এছাড়াও আহত পরিবারদের চূড়ান্ত তালিকা প্রস্তুতির কাজ চলমান রয়েছে তাদেরও চিকিৎসা সহায়তাসহ পরিবারের খোঁজখবর রাখার কথা জানান জেলা প্রশাসক।

এসময় কান্নায় ভেঙে পড়েন নিহতদের স্বজনরা। দাবি করেন ন্যায় বিচার প্রাপ্তির সাথে পরিবারের ভরণপোষণের নিশ্চয়তাও ।

উল্লেখ্য, রংপুরে নিহত পাঁচ জনের পরিবারের সাথে দেখা করেন জেলা প্রশাসক এবং আর্থিক সহায়তাও প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ