পঞ্চগড়ের দেবীগঞ্জে ভারতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ আনোয়ার হোসেন (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার ( ১০ মে) রাত সাড়ে দশটায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দন্ডপাল ইউনিয়নের শিমূলতলি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে পুলিশ।
আটক মোঃ আনোয়ার হোসেন উপজেলার পামুলী ইউনিয়নের শান্তির হাট ডাঙা পাড়া এলাকার মোঃ সমোদর আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আনোয়ার দীর্ঘদিন থেকে মাদক ব্যবসায় জড়িত। বেশ কিছুদিন থেকেই পুলিশ তাকে খুঁজছে। শনিবার দেবীগঞ্জ থানার উপ-পরিদর্শক শচীনন্দ্র নাথের নেতৃত্বে দন্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক বিক্রির সময় তাকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২০ পিস ভারতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল জব্দ করা হয়।
এবিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত আছে। আমি বরাবরই বলেছি মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। গ্রেফতার মাদক ব্যবসায়ীকে আজ সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতে পাঠানো হয়েছে।