শিরোনাম
শুক্রবার, ২৩ মে ২০২৫, ০২:২৬ অপরাহ্ন

পঞ্চগড়ে মাদকসহ মা-ছেলে গ্রেপ্তার

ডেস্ক নিউজ : / ২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদক বিক্রির সময় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ মে) সন্ধ্যায় পামুলি ইউনিয়নের খগেরহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

দুজন হলেন- ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানার আউলিয়াপুর ইউনিয়নের হিরু মিয়ার স্ত্রী শিরিন আক্তার ও তাদের ছেলে খাদেমুল ইসলাম বাবু।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শিরিন আক্তার ও তার ছেলে বাবু পার্শ্ববর্তী ঠাকুরগাঁও জেলা থেকে দেবীগঞ্জে এসে বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করতেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা একই উদ্দেশ্যে পামুলি ইউনিয়নের খগেরহাট এলাকা থেকে সাদ্দামের মোড় যাওয়ার পথে অবস্থান করছিলেন। এ সময় পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে মাদক উদ্ধার করা হয়েছে।

দেবীগঞ্জ থানার ওসি সোয়েল রানা বলেন, গ্রেপ্তার খাদেমুলের বিরুদ্ধে এর আগেও মাদক মামলা ছিল। সন্ধ্যায় এক সঙ্গে মাদকসহ মা-ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার (৪ মে) তাদের আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ