শিরোনাম
শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৩:০৬ অপরাহ্ন

রংপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক : / ২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫

 

অনলাইন সাংবাদিকতায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিষ্ঠার সাথে কাজ করার প্রত্যয়ে গঠিত হলো রংপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি।

শনিবার (৩ মে) এক সাধারণ সভায় সংগঠনের সকল সদস্যের সম্মতিক্রমে পাঁচ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে দেশনিউজ বিডি২৪ এর নিজস্ব প্রতিবেদক আতিক হাসানকে আহ্বায়ক এবং বায়ান্নর আলোর বিশেষ প্রতিবেদক ফেরদৌস জয়কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—এইট নিউজের স্টাফ রিপোটার নাঈম ইসলাম,কালের কন্ঠ ডিজিটাল প্রতিবেদক খুশবু হাসান রনি এবং আরসি টিভির নিজস্ব প্রতিবেদক তুষার আচার্য্য।

আহ্বায়ক আতিক হাসান ও সদস্য সচিব ফেরদৌস জয় জানান, রংপুরে কর্মরত অনলাইন সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে যেসব বাধা-বিপত্তি দেখা দেয়, তা দূর করতেই এ সংগঠনের যাত্রা শুরু হয়েছে।

এদিকে সংগঠনের কার্যক্রমকে ত্বরান্বিত করতে সদস্য অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে সাধারণ সভায়। রংপুরে অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের ফরম সংগ্রহ করার আহবান জানিয়েছেন কমিটির সদস্যরা।

উল্লেখ্য, আহ্বায়ক কমিটি আগামী ত্রিশ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রস্তাব করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ