শিরোনাম
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন

ছোট সাজ্জাদকে নিয়ে প্রকাশ্যে মহড়া, মাইকে যে বার্তা দিল পুলিশ

ডেস্ক নিউজ / ৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ হোসেনকে নিয়ে সন্ত্রাসবিরোধী ব্যতিক্রমী মহড়া করেছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি)। সন্ত্রাসীদের হুমকিতে সাধারণ মানুষ যাতে ভীত না হয়ে তাদের (সন্ত্রাসীদের) বিষয়ে তথ্য পুলিশকে দেয় এ ব্যাপারে সচেতনা সৃষ্টি করার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাজ্জাদ চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানায় দায়ের হওয়া তাহসিন হত্যা মামলায় রিমান্ডে রয়েছে। গত রবিবার (৬ এপ্রিল) রাউজান উপজেলায় এবং পরদিন সোমবার নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মাইক হাতে পুলিশকে উপস্থিত জনসাধারণের উদ্দেশে বক্তব্য দিতে দেখা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ছোট সাজ্জাদকে নিয়ে মহরার কয়েকটি ভিডিও। এতে পুলিশ কর্মকর্তাদের বলতে শোনা যায়, ‘সন্ত্রাসী ছোট সাজ্জাদকে সিএমপি কমিশনার স্যারের নির্দেশে গ্রেপ্তার করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর চোখে কেউ বড় না।

যারাই সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করবে তাদেরকে গ্রেপ্তার করা হবে। আপনাদের কাছে তথ্য থাকলে আমাদেরকে জানাবেন। কেউ সন্ত্রাসী কার্যক্রম করলে তার পরিণতি সাজ্জাদের মত হবে। চাঁদাবাজ-সন্ত্রাসীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী জিরো টলারেন্স ঘোষণা করেছে।

কোথাও সন্ত্রাসী চাঁদাবাজ দেখলে তাদের ঘেরাও করে পুলিশকে খবর দেবেন।’

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বায়েজিদ বোস্তামী, খুলশি, পাঁচলাইশ ও চান্দগাঁও এলাকায় শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের অত্যাচারে অতিষ্ঠ ছিল সাধারণ মানুষ। এ কারণে ওই এলাকার মানুষের মন থেকে ভয় দূর করতে সাজ্জাদকে নিয়ে পুলিশ সন্ত্রাস ও চাঁদাবাজবিরোধী সচেতনাতামূলক প্রচারণা চালিয়েছে। এ সময় ছোট সাজ্জাদের মাথায় হেলমেট, কোমরে রশি ও পেছনের দিকে হাতকড়া পরানো ছিল। এ অবস্থায় হেঁটে বিভিন্ন এলাকায় প্রচারণা চালানো হয়।

গত ১৫ মার্চ রাতে রাজধানী ঢাকা থেকে সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে পাঁচটি খুনসহ ১৭টি মামলা আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ