শিরোনাম
শুক্রবার, ২৩ মে ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন

পঞ্চগড়ে সড়কে বিআরটিএ’র অভিযান, জরিমানা

রিপোটারের নাম / ৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

সারাদেশের মত পঞ্চগড়ে সড়ক ও মহাসড়ককে নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে বাংলাদেশ সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশকে নিয়ে যৌথ অভিযান চালিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ- বিআরটিএ।

শুক্রবার (৪ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত পঞ্চগড় শহরের মিলগেট এলাকায় বাস, ট্রাক, মাক্রোবাস, প্রাইভেটকার, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে এ অভিযান চালানো হয়। একই সঙ্গে যৌথবাহিনীর সদস্যরা ট্রাক, যাত্রীবাহী বাস, প্রাইভেটকারে তল্লাশি চালায়।

জানা গেছে, ঈদের দিন থেকে শুক্রবার পর্যন্ত এ অভিযানে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির বৈধ কাজপত্র ফেল থাকায় বিভিন্ন যানবাহনকে লক্ষাধিক টাকা জরিমানা করা হয়।

পঞ্চগড় বিআরটিএ’র সহকারী পরিচালক তন্ময় ধর বলেন, ‘ঈদের দিন থেকে আমাদের অভিযান চলছে। ঈদের নামাজের পর থেকে আজ পর্যন্ত অভিযান পরিচালনা করে অবৈধ যানবাহন, বৈধ কাগজ- ড্রাইভিং না থাকায় বিভিন্ন যানবাহনে অভিযান পরিচালনা করে লক্ষাধিক টাকা জরিমানা করা হয়। এ অভিযান আমাদের চলমান থাকবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ