শিরোনাম
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১১:২৭ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকার জনপ্রিয়তা হারালে আ.লীগের প্রোপাগান্ডা প্রতিষ্ঠা পাবে: প্রেস সচিব

রিপোটারের নাম / ১০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

অন্তর্বর্তী সরকার জনপ্রিয়তা হারালে জুলাই অভ্যুত্থান নিয়ে আওয়ামী লীগ তাদের প্রোপাগান্ডাগুলো সত্য বলে প্রতিষ্ঠিত করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সত্য উদঘাটনে সরকারের বিভিন্ন কমিশন কাজ করে যাচ্ছে।

বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় সুপ্রীমকোর্ট বার অডিটোরিয়ামে সত্য, ন্যায় ও সম্প্রীতির বাংলাদেশ শীর্ষক আলোচনসভায় উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

এসময় আলোচনাসভায় উপস্থিত বক্তারা বলেন, আওয়ামী লীগ বিচারহীনতার যে সংস্কৃতি তৈরি করে রেখেছিল সেখানেও সংস্কার দরকার। বক্তারা আরও বলেন, ঢালাওভাবে মামলা হচ্ছে, ফলে অপরাধ না করেও অনেকে হয়রানির শিকার হচ্ছে। এতে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে না।

জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে জাতিসংঘের তদন্ত রিপোর্ট একটা মাইলফলক তৈরি করবে মন্তব্য করে বক্তারা বলেন, আওয়ামী লীগ এটাকে অস্বীকার করতে পারবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ