শিরোনাম
নীলফামারী জেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি হলেন মাসুম লালমনিরহাট আদর্শ ডিগ্রী কলেজ’র গভর্নিং বডিতে নির্বাচিত যাঁরা সৈয়দপুর রেলকারখানায় লোহার সরঞ্জামসহ চোর আটক আউটকাম বেসড এডুকেশন একটি রীতিবদ্ধ ধারা : বেরোবি উপাচার্য জলঢাকায় প্রাতিষ্ঠানিক দক্ষতা উন্নয়নে মতবিনিময় বোরো ধান নিয়ে বোবা কান্না! পীরগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন পঞ্চগড়ে টেকসই উন্নয়ন ও শিক্ষা প্রকল্পের গুরুত্ব শীর্ষক কর্মশালা রংপুরে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মরহুম আলহাজ্ব সাফায়েত হোসেনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হাতীবান্ধার পাটিকাপাড়া ইউনিয়ন ভূমি অফিস দুর্নীতির আখড়া, সেবায় ভোগান্তি
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন

৪০ বিডিআর জওয়ানের জামিন মঞ্জুর

ডেস্ক নিউজ : / ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫

২০০৯ সালের পিলখানার সেই ভয়াবহ বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় কারাগারে থাকা ৪০ জন সাবেক বিডিআর সদস্য জামিন পেয়েছেন। সোমবার (১২ মে) বিষয়টি নিশ্চিত করেন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শাহাদাৎ হোসেন।

জানা গেছে, ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক ইব্রাহিম মিয়া গত ৮ মে এই জামিন আদেশ দেন। আদালতের ভাষ্য অনুযায়ী, জামিন আবেদনকারীদের নথি পর্যবেক্ষণ করে বিচারক সন্তুষ্ট হন এবং ৪০ জনের জামিন মঞ্জুর করেন। তবে বাকি আসামিদের আবেদন নামঞ্জুর করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মো. বোরহান উদ্দিন জানান, জামিন পাওয়া ব্যক্তিদের মধ্যে কেউ কেউ আগে থেকেই দণ্ডপ্রাপ্ত। এমনকি মৃত্যুদণ্ড পাওয়া আসামিও রয়েছেন এই তালিকায়। তবে আদালত নির্দিষ্ট নথিপত্র যাচাই করে সিদ্ধান্ত দিয়েছেন।

জামিন পাওয়া ৪০ বিডিআর সদস্য হলেন— রেজাউল করিম, শাজাহান, রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, মো. শামীম, ওয়ালি উল্লাহ, হাবিবুর রহমান, তারিকুল ইসলাম, বনি আমিন চৌধুরী, মো. এ বারিক, ইমতিয়াজ আহমেদ নবীন, মোয়াজ্জেম হোসেন, মিজানুর রহমান, সিদ্দিকুর জামান জোয়ার্দার ওরফে লিটন, মো. এ মোনাফ, আকিদুল ইসলাম, খলিলুর রহমান, কৌতুক কুমার সরকার, সালাউদ্দিন, সোহরাব হোসেন, কামাল হোসেন, মো. ইশহাক, দারুল ইসলাম, সুমন চক্রবর্তী, আবু সাঈদ, সেজান মাহমুদ, মো. সেলিম, বিধান কুমার সাহা, মাসুম হাসান, ফিরোজ মিয়া, তাপস কুমার বিশ্বাস, রফিকুল ইসলাম, কামাল মিয়া, নূর-এ-আলম মিয়া, এনামুল হক, শফিকুল ইসলাম, রবিউল আলম ও আল আমিন।

এর আগে, চলতি বছরের ১৯ জানুয়ারি একই মামলায় আরও ১৭৮ জন বিডিআর সদস্য জামিন পেয়েছিলেন। পরে ২৩ জানুয়ারি কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তারা।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দফতরে সংঘটিত হয় নজিরবিহীন এক বিদ্রোহ। দুদিন ব্যাপী সেই ঘটনায় প্রাণ হারান ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন। দেশজুড়ে নেমে আসে শোকের ছায়া।

এই ঘটনায় দুটি মামলা হয়—একটি হত্যা মামলা এবং আরেকটি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে। ২০১৩ সালের ৫ নভেম্বর শেষ হয় হত্যা মামলার বিচার। সেই রায়ে ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬০ জনকে যাবজ্জীবন এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। খালাস পান ২৭৮ জন।

পরবর্তীতে ২০১৭ সালের ২৭ নভেম্বর হাইকোর্টের রায়ে ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। ১৮৫ জনের যাবজ্জীবন এবং ২২৮ জনের বিভিন্ন মেয়াদে সাজা নিশ্চিত হয়। খালাস পান ২৮৩ জন। তবে দীর্ঘ বিচারপ্রক্রিয়ার মধ্যে থাকা অবস্থায় ৫৪ জন আসামি মারা যান।

হত্যা মামলার রায়ের বিরুদ্ধে আসামিপক্ষ থেকে ২২৬টি এবং রাষ্ট্রপক্ষ থেকে ৮৩টি আপিল ও লিভ টু আপিল করা হয়, যা বর্তমানে শুনানির অপেক্ষায় রয়েছে।

এদিকে বিস্ফোরক আইনের মামলায় ২০১০ সালেই শুরু হয় ৮৩৪ আসামির বিচার কার্যক্রম। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর পিলখানা হত্যাকাণ্ডের ঘটনার পূনঃতদন্তের দাবি জোরালোভাবে উঠতে শুরু করে।

গত ১৯ ডিসেম্বর শহীদ সেনা পরিবারের সদস্যরা অভিযোগসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেন। এই প্রেক্ষাপটে সরকার গত ২৪ ডিসেম্বর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমানকে প্রধান করে একটি তদন্ত কমিশন গঠন করে। কমিশনকে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ