শিরোনাম
নীলফামারী জেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি হলেন মাসুম লালমনিরহাট আদর্শ ডিগ্রী কলেজ’র গভর্নিং বডিতে নির্বাচিত যাঁরা সৈয়দপুর রেলকারখানায় লোহার সরঞ্জামসহ চোর আটক আউটকাম বেসড এডুকেশন একটি রীতিবদ্ধ ধারা : বেরোবি উপাচার্য জলঢাকায় প্রাতিষ্ঠানিক দক্ষতা উন্নয়নে মতবিনিময় বোরো ধান নিয়ে বোবা কান্না! পীরগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন পঞ্চগড়ে টেকসই উন্নয়ন ও শিক্ষা প্রকল্পের গুরুত্ব শীর্ষক কর্মশালা রংপুরে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মরহুম আলহাজ্ব সাফায়েত হোসেনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হাতীবান্ধার পাটিকাপাড়া ইউনিয়ন ভূমি অফিস দুর্নীতির আখড়া, সেবায় ভোগান্তি
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৫:২৯ অপরাহ্ন

২০২৩ সালের মতো ধনীদের এত বেশি সম্পদশালী দেখেনি বিশ্ব

রিপোটারের নাম / ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

বিশ্বে গত বছর ধনী মানুষের যে সংখ্যা দাঁড়িয়েছে, তা আগে কখনোই দেখা যায়নি। সেই সঙ্গে শেয়ারবাজারে বুদ্ধিদীপ্ত বিনিয়োগে এ সময়ে তাঁদের সম্পদ রেকর্ড পরিমাণে বেড়ে গেছে। সাম্প্রতিক এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

গবেষণাটি করেছে ফরাসি পরামর্শক প্রতিষ্ঠান ক্যাপজেমিনি। আজ বুধবার এই গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে বিশ্বে ‘অতি সম্পদশালী ব্যক্তির’ (এইচএনডব্লিউআই) সংখ্যা আগের বছরের তুলনায় ৫ দশমিক ১ শতাংশ বেড়েছে। সংখ্যাটি দাঁড়িয়েছে ২ কোটি ২৮ লাখে। বিশ্বজুড়ে যাঁদের ন্যূনতম সম্পদের পরিমাণ ১০ লাখ ডলার, তাঁদের অতি সম্পদশালী ব্যক্তি হিসেবে ধরেছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির বার্ষিক ওয়ার্ল্ড ওয়েলথ রিপোর্ট অনুযায়ী, বিশ্বে ২০২৩ সালে অতি সম্পদশালী ব্যক্তিদের সম্পদের সম্মিলিত পরিমাণ আগের বছরের তুলনায় ৪ দশমিক ৭ শতাংশ বেড়ে ৮৬ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার হয়েছে।

১৯৯৭ সাল থেকে প্রতিবছর অতি সম্পদশালী ব্যক্তিদের সংখ্যা ও তাঁদের সম্পদের পরিমাণ প্রকাশ করে আসছে ক্যাপজেমিনি। প্রতিষ্ঠানটি বলছে, বিশ্বে আগে কখনোই এত বেশিসংখ্যক অতি সম্পদশালী ব্যক্তি দেখা যায়নি। তাঁদের সম্মিলিত সম্পদের পরিমাণ আগে কখনোই এত বেশি ছিল না। এটাই সর্বোচ্চ।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্পদের অংশ কমার কারণে গত এক দশকের মধ্যে অতি সম্পদশালী ব্যক্তিদের সম্পদের পরিমাণ তীব্রভাবে কমছিল। কিন্তু ২০২৩ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং প্রধান বিনিয়োগ খাতগুলোয় উর্ধ্বগামী প্রবণতা পরিস্থিতিকে পাল্টে দেয়। তাঁদের ভাগ্যকে সুপ্রসন্ন করে তোলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ