শিরোনাম
নীলফামারী জেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি হলেন মাসুম লালমনিরহাট আদর্শ ডিগ্রী কলেজ’র গভর্নিং বডিতে নির্বাচিত যাঁরা সৈয়দপুর রেলকারখানায় লোহার সরঞ্জামসহ চোর আটক আউটকাম বেসড এডুকেশন একটি রীতিবদ্ধ ধারা : বেরোবি উপাচার্য জলঢাকায় প্রাতিষ্ঠানিক দক্ষতা উন্নয়নে মতবিনিময় বোরো ধান নিয়ে বোবা কান্না! পীরগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন পঞ্চগড়ে টেকসই উন্নয়ন ও শিক্ষা প্রকল্পের গুরুত্ব শীর্ষক কর্মশালা রংপুরে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মরহুম আলহাজ্ব সাফায়েত হোসেনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হাতীবান্ধার পাটিকাপাড়া ইউনিয়ন ভূমি অফিস দুর্নীতির আখড়া, সেবায় ভোগান্তি
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন

হাতীবান্ধার পাটিকাপাড়া ইউনিয়ন ভূমি অফিস দুর্নীতির আখড়া, সেবায় ভোগান্তি

রকিবুল হাসান রিপন, হাতীবান্ধা, লালমনিরহাট / ৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়ন ভূমি অফিস

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তার (তহশিলদার) বিরুদ্ধে ঘুষের বিনিময়ে ভূমি সেবা দেওয়ার অভিযোগ উঠেছে। সেবাগ্রহীতাদের দাবি খাজনা, নামজারির প্রতিবেদন দাখিল করার জন্য তিনি হাতিয়ে নিচ্ছেন এসব টাকা এবং ইচ্ছামতো ছুটি ছাড়াই অনুপস্থিত থাকছেন অফিসে।
জানা যায়, ২৫৯৯৫ নম্বর খারিজ খতিয়ান এর জন্য পাটিকাপাড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) সাহাবুল আলম ভূক্তভোগির কাছ থেকে ১২ হাজার টাকা নিয়েছেন।
আবার সেই জমির খাজনার (ভূমি উন্নয়ন কর) জন্য পাটিকাপাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা সাহাবুল আলম ৭৩ শতক জমির জন্য বাড়তি ২০ হাজার টাকা দাবি করেন। ২০ হাজার টাকা দিলে খাজনা সমন্বয় করবেন ১১০০ টাকা বলে জানিয়েছেন আবেদন কারীকে।
এ বিষয়ে ভুক্তভোগী মফিজার রহমান জানান বিছনদই মৌজার ২৫৯৯৫ খারিজ খতিয়ানের জমিটি ক্রয় করেছি,জমি দলিল নিতে গেলে অবশ্যই খাজনা ও খারিজ এর প্রয়োজন আছে।
তাই আমরা খারিজ এর জন্য আবেদন করি, আবেদন টি ইউনিয়ন ভূমি কর্মকর্তার কাছে আসলে তিনি আজিজার রহমান এর দ্বারায় বাড়তি টাকা দাবি করেন এবং ২৯,৫০০ টাকা আমাদের কাছ থেকে নেন। যার মধ্যে ১২ হাজার টাকা তিনি (তহশিলদার) ভাগ পাবেন বলে জানাম আর বাকি টাকা উপজেলা ভূমি অফিসে খরচ হবে বলে তিনি দাবী করেন।
সেবা নিতে আসা ডাউয়াবাড়ি ইউনিয়নের নূরুল হকের পুত্র মূসা আলম বলেন, এই তহসিলদার এখানে যোগদান করার পর কোনো দিন ও সঠিক সময়ে অফিসে উপস্থিত হয় না তিনি ১১ টার আগে অফিসে আসেন না। এবং খারিজ (নামজারি) এর প্রতিবেদন এর সময় তিনি ঘুষ ছাড়া কোন প্রতিবেদন দাখিল করেন না। ওনার চাহিদা মত ঘুষ দিলে কাজ তারাতাড়ি হয়। আর না দিলে দিনের পর দিন ঘুরতে হয়।
পাটিকাপাড়া ইউনিয়ননের আব্দুল মিয়ার মেয়ে শাহিনা বেগম জানান, তিনি গত ১৮-২-২০২৫ তারিখে একটি খারিজ (ই-নামজারি) এর আবেদন করে যার আবেদন নম্বর-৪৬২১২৬৪।
এই আবেদনটি প্রতিবেদন এর জন্য উপজেলা সহকারী কমিশনার ভূমি, ইউনিয়ন ভূমি অফিসে প্রেরণ করলে ইউনিয়ন ভূমি কর্মকর্তা সাহাবুল আলম ৫ হাজার টাকা আমার কাছ থেকে ঘুষ নিয়ে প্রতিবেদনটি দাখিল করেন। কিন্তু সেই আবেদনটি বাতিল করে উপজেলা ভূমি অফিস। এখন টাকা ফেরত এর জন্য তহসিলদার এর পিছনে ঘুরলেও টাকা ফেরত দিচ্ছে না বলে জানান শাহিনা বেগম।
এ বিষয়ে বক্তব্য জানার জন্য ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সাহাবুল আলম’র অফিসে সরেজমিনে বেলা ১১টায় গেলেও তিনি অনুপস্থিত থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি এবং তার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। তবে উপ সহকারী ভূমি কর্মকর্তা আব্দুর রহিম জানান, তিনি গতকাল ছুটিতে ছিলেন। আর আজকে বেলা ১১ টা হলেও তিনি কেনো অফিসে আসেননি তাও আমার জানা নেই, হয়তো উপজেলায় কোন কাজে যেতে পারে।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার শামীম মিঞা জানান, ভূমি সেবার জন্য জনগণের কাছ থেকে অতিরিক্ত টাকা নেয়ার কোনো সুযোগ নেই। বিষয়টির লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ