রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কাযার্লয় ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চার দিনব্যাপী সেবা সপ্তাহ পালন করা হয়েছে। এ উপলক্ষে গত ১২মে থেকে ১৫মে পর্যন্ত এই সেবা সপ্তাহ পালিত হচ্ছে। কুড়িগ্রামের রাজারহাট উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ে গত (১২ মে) সোমবার রাজারহাট উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো: আরফানুল আলম এ সেবা সপ্তাহের উদ্বোধন করেন। উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সেবা সমূহ হচ্ছে সম্মানিত পেনশনারগণের লাইফ ভেরিফিকেশন। লাইফ ভেরিফিকেশন সম্পর্কে অবহিতকরণ। সম্মানিত পেনশনারগণের ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে সেবা প্রদান। বিধি-বিধানের আলোকে
পারিবারিক পেনশন প্রক্রিয়াকরণ প্রাপ্যতা, পুনঃস্থাপিত পেনশন প্রক্রিয়াকরণে ক্ষেত্রে প্রাপ্যতা ও করণীয়, প্রতিবন্ধী সন্তানের প্রাপ্যতা ও করণীয় এবং পেনশন ইএফটি, পেনশনারগণের বিভিন্ন তথ্য সংশোধন ও পরিবর্তন (ব্যাংক হিসাব নম্বর, মোবাইল নম্বর, নমিনি ইত্যাদি এবং ডিডিওগণ কতৃর্ক অনলাইনে সামরি বিল দাখিল এবং এ সংক্রান্ত প্রযোজ্য ডকুমেন্টস বিষয়ক পরামর্শ প্রদান। এছাড়াও সরকারি কর্মচারীগণ কতৃর্ক জিপিএফ অগ্রিম গ্রহণ, চূড়ান্ত পরিশোধ বিষয়ক সেবা, অনলাইনে টিএ এবং ডিএ বিল দাখিল প্রক্রিয়া অবহিতকরণ,সরকারি কর্মচারীগণ কর্তৃক বেতন-বিল দাখিল, এলপিসি, শিক্ষা ভাতা, ফিক্সেশন, ইএলপিসি, সংক্রান্ত সেবা প্রদান কার্যক্রম গ্রহণ করেন। সেবা প্রত্যাশী হিসেবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম রসুল রাখি ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: রহমত আলী বলেন, অত্র অফিসে সেবা দ্রুত পাওয়ায় সকলেই অত্যন্ত আনন্দিত।