শিরোনাম
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন

রংপুরে হত্যা চেষ্টা মামলায় আ.লীগ নেতা নেছার আহমেদ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী দায়ের করা হত্যা চেষ্টা মামলায় নেছার আহমেদ (৫৪) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল পৌনে ১১ টার দিকে নিজ কর্মস্থল কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম সরদার। গ্রেফতার নেছার আহমেদ রংপুর মহানগরের ২৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি এবং কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজের হেডক্লার্ক।
পুলিশ সূত্রে জানা যায়, তার নামে আরপিএমপি, রংপুর তাজহাট থানায় ১৪৩/১৪৭/৩২৬/৩০৭/১১৪ ধারায় পেনাল কোডে মামলা রয়েছে। মামলা নং-১৭। যা গত বছর ২৪ অক্টোবর দায়ের করা হয়। অভিযান পরিচালনার সময় পুলিশের উপস্থিতি দেখে পালানোর চেষ্টাকালে নেছার আহমেদ গ্রেফতার করা হয়।
তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম সরদার জানান, গ্রেফতার নেছার আহমেদ এর নামে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন পরবর্তি হত্যা চেষ্টা মামলা রয়েছে। তিনি এজাহারভুক্ত আসামী। তাকে আদালতে মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ