রুটপারমিট,রেজিষ্ট্রেশন ও সড়কে চলাচলের দাবিতে রংপুরে মানববন্ধন করেছে সিএনজি মালিক ও শ্রমিকবৃন্দ।
গতকাল বেলা বারোটায় নগরীর বাংলাদেশ ব্যাংক মোড় এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় তারা “পুলিশের নির্যাতন বন্ধ করো,করতে হবে”,”বৈধ ভাবে সড়কে সিএনজি চালাতে চাই”,পুলিশ হয়রানি বন্ধ করো করতে হবে ইত্যাদি স্লোগান দিতে থাকে।
এসময় বক্তারা বলেন,পুলিশ সিএনজি চালকদের মানুষ মনে করে না। যদি আমাদের সিএনজি অবৈধ হয় তাহলে সরকার আমদানি করে কেন।
তারা আরো বলেন,পুলিশ দেখলেই আমাদের দশ হাজার টাকার উপরে জরিমানা করে।আমরা মেট্রো নাম্বারে সিএনজি চালাতে চাই।
তারা বলেন,দ্রুত সময়ের মধ্যে যদি আমাদের লাইসেন্স দেয়া না হয় তাহলে কঠোর আন্দোলনে যাবো।