রবিবার, ২৫ মে ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন

রংপুরে উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে আলোচনা

নিজস্ব প্রতিবেদক / ০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
oppo_0

রংপুরে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে রংপুর নগরীর ধাপ এলাকায় রংপুর হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার’র উদ্যোগে রিসার্চ সেন্টারের কনফারেন্স রুমে শিক্ষক-চিকিৎসক ও ইমামগণকে নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ‘আপনার রক্তচাপ সঠিকভাবে পরিমাপ করুন, নিয়ন্ত্রণ করুন, দীর্ঘজীবী হোন’।
রংপুর হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডা. জাকির হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন রংপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এ এস এম রাহেনুর মন্ডল আপেল, রংপুর হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টারের সহ-সভাপতি ডা. অশোক কুমার ভদ্র, সদস্য ডা. মফিজুল ইসলাম মান্টু, কবি ও লেখক স.ম আমজাদ হোসেন সরকার প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, চিকিৎসক ও বিভিন্ন মসজিদের ইমামগণ অংশ নিয়ে তাদের গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিসার্চ সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন।
সভায় বক্তারা, পরিমিত খাবার, নিয়মিত ব্যায়াম করা, ওজন নিয়ন্ত্রণে রাখা ও অতিরিক্ত লবন পরিহারের ওপর গুরুত্বারোপ করেন এবং পরামর্শ দেন।
প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুর একটি স্বাস্থ্য সেবামূলক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটিতে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা নামমাত্র ফি প্রদানের মাধ্যমে রেজিস্ট্রেশন করে আজীবন চিকিৎসা পরামর্শ গ্রহণ করতে পারবেন। এছাড়াও অসহায়, দুস্থ রোগীরা আজীবন বিনামূল্যে চিকিৎসা পরামর্শ গ্রহণ করতে পারেন।
উল্লেখ্য, ২০০৮ সালের ১৪ নভেম্বর প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. জাকির হোসেনের ঐকান্তিক প্রচেষ্টায় এবং রংপুরের সকল পেশাজীবীদের সহযোগিতায় প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার রংপুরে প্রায় ৪৯ হাজার রোগী রেজিষ্ট্রেশন করে নিয়মিত চিকিৎসা পরামর্শ গ্রহণ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ