শিরোনাম
শুক্রবার, ২৩ মে ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন

রংপুরে আওয়ামী লীগ নেতা মিজু ও ছাত্রলীগ নেতা জনি গ্রেপ্তার

ডেস্ক নিউজ / ১০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত মানিক হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন রংপুর সিটি করপোরেশনের কাউন্সিলর ও শ্রমিক লীগ নেতা মিজানুর রহমান মিজু। এছাড়াও পুলিশ গ্রেপ্তার করেছে ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান জনিকে।

বুধবার (২এপ্রিল) ভোররাতে নগরীর গনেশপুর থেকে তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী জানান, ১৯ জুলাই মর্ডান মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গলিতে নিহত অটোচালক মানিক মিয়া হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি ছিলেন মিজানুর রহমান মিজু। তিনি রংপুর সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর এবং ওই ওয়ার্ডের শ্রমিক লীগের সাধারণ সম্পাদক।

অন্যদিকে একই সময়ে নগরীর গনেশপুরে অভিযান চালিয়ে পুলিশ গ্রেপ্তার করেছে মহানগর ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী আসাদুজ্জামান জনিকে। তিনি ছাত্র আন্দোলনে গুলিতে আহত জয়নাল আবেদীন বাপ্পি হত্যা চেষ্টা মামলার আসামি। মহানগর পুলিশ কমিশনার আরো জানান, ৫ আগস্টের পর তারা দুজনই পলাতক ছিলেন। সাম্প্রতিক সময়ে অন্য একটি রাজনৈতিক সংগঠনে যোগ দানের চেষ্টা করছিলেন মিজু। রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলন দমাতে রংপুর সিটি কর্পোরেশনের আওয়ামী লীগের যে কয়েকজন কাউন্সিলর পরিকল্পনা অর্থ এবং হামলায় নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে অন্যতম মিজু। আর জনি প্রত্যেকটি আন্দোলনে অস্ত্র সহ হামলা চালিয়েছিলেন।

এছাড়াও জনি মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেনের আশীর্বাদ পুষ্ঠু বলেও জানান তিনি। বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ