শিরোনাম
শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৫:১৪ পূর্বাহ্ন

রংপুরে অপহৃত আড়াই মাসের শিশুকে উদ্ধার করেছে র‍্যাব

ডেস্ক নিউজ / ৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

ঠাকুরগাঁও সদর হাসপাতাল থেকে অপহৃত আড়াই মাসের শিশু সায়ানকে গাজীপুর থেকে উদ্ধার করেছে র‌্যাব-১৩ সদস্যরা। এ ঘটনার মূলহোতা এক নারীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব ১৩।

বুধবার (১২ মার্চ) রাতে রংপুর নগরীর উত্তম এলাকায় র‌্যাব-১৩ রংপুর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র‌্যাব-১৩ দিনাজপুর কোম্পানী কমান্ডার মহিদুল ইসলাম।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ১০ মার্চ সন্ধ্যায় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় আড়াই মাস বয়সের শিশুটিকে অপহরন করে এক নারী। এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা হয়। এর পর শিশুর পিতা দিনাজপুর কোম্পানী কমান্ডারের কাছে লিখিত অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১৩ সদস্যরা তদন্ত শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ ও র‌্যাব-১ সদস্যরা ১২ মার্চ দুপুরে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে।

এ সময় গ্রেপ্তার করা হয় ঘটনার মূলহোতা সোনালী আক্তার শিরিন, স্বামী- রাজু কবিরাজ, তাদের সহযোগী লিটন মিয়া ও লাভলী বেগমকে। এসময় তাদের কাছ থেকে মোবাইলফোন নগদ টাকাও উদ্ধার করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ