শিরোনাম
শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৭:৪১ পূর্বাহ্ন

যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন যুবলীগ নেতা, ক্ষোভে পদত্যাগ করলেন সাংগঠনিক সম্পাদক 

রিপোটারের নাম / ৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

 

পঞ্চগড়ের দেবীগঞ্জে ইউনিয়ন যুবদলের কমিটিতে বিটুল ইসলাম নামে এক  যুবলীগ নেতাকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। যা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এঘটনায় ক্ষুব্ধ হয়ে দল থেকে পদত্যাগ করছেন সেই কমিটির সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পাওয়া যুবদল নেতা জহির উদ্দিন ।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) দেবীগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মুশফিকুর রহমান রাজু ও সদস্য সচিব রোকনুজ্জামান সুমন দেবীগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত টেপ্রীগঞ্জ ইউনিয়ন যুবদলের কমিটির অনুমোদন দেন। কমিটির তালিকায় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে বিটুল ইসলামকে দায়িত্ব দেয়ার বিষয়টি সামনে এলে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, বিটুল ইসলাম দীর্ঘ দিন ধরে টেপ্রীগঞ্জ ইউনিয়ন যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ইউনিয়ন যুবলীগের কাউন্সিলে সভাপতি পদপ্রার্থী ছিলেন। আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি দল পরিবর্তন করে বিএনপির সহযোগী সংগঠন যুবদলে যোগ দেন। এরপর সম্প্রতি টেপ্রীগঞ্জ ইউনিয়ন যুবদলের কমিটিতে তাকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে রাখা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ঐ কমিটির একজন সদস্য জানান, আমারা তো এই এলাকায় রাজনীতি করি। আমরা তো জানি কে কী করে। নেতা নিজেই ডিসিশন নিয়েছেন এবং নিজের হাতে কমিটি দিয়েছেন। ওর (বিটুল ইসলাম) নামে অনেক অভিযোগ গেছে। টেপ্রীগঞ্জ ইউনিয়নের নেতৃবৃন্দ সবাই তার বিষয়ে নেতাকে অবগত করেছেন। নেতা সবই জানেন।

অভিযোগের বিষয়ে টেপ্রীগঞ্জ ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বিটুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি যুবলীগের রাজনীতি করি নাই। তখন দেশের যে পরিস্থিতি ছিলো তাতে আমি চেয়ারম্যানের সাপোর্টে ছিলাম। যুবলীগের কমিটিতে একটা জায়গায় রাখতে চেয়েছিল আমাকে। আমি হ্যাঁ-না কিছুই বলি নি।

এদিকে যুবলীগ নেতাকে যুবদলের গুরুত্বপূর্ণ পদে রাখায় নেতা-কর্মীদের মাঝে অস্বস্তি বিরাজ করছে। ইতিমধ্যে এ ঘটনায় ইউনিয়ন যুবদলের নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন দল থেকে পদত্যাগ করেছেন।

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে টেপ্রীগঞ্জ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন বলেন, ২০০২ সাল থেকে দল করি। গত ১৭ বছরে দলের দুর্দিনে দলের পাশে ছিলাম। ত্যাগীদের মূল্যায়ন না করে টাকার বিনিময়ে কমিটি করে ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রার্থী বিটুল ইসলামকে যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বানানো হয়েছে। তাই দল থেকে পদত্যাগ করেছি।

এবিষয়ে দেবীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মুশফিকুর রহমান রাজুর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, দলীয় সিদ্ধান্ত মোতাবেক ইউনিয়ন বিএনপির পরামর্শে তাকে কমিটিতে রাখা হয়েছে। আমরা বিভিন্ন ভাবে খোঁজ খবর নিয়েছি, আওয়ামী লীগের কোন কমিটিতে তার নাম আছে কী না, কিন্তু আমরা তার নাম পাই নি। সে আমাদের বিএনপির বিভিন্ন প্রোগ্রামে ঢাকা, বগুড়া গিয়েছে, আমাদের সেসব ছবিও দেখিয়েছে।

ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদকের পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, না  উনি রিজাইন করে নাই। রিজাইন লেটার প্রত্যাহার করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ