বীর মুক্তিযোদ্ধা শামসুল হক খোকাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩:০০ ঘটিকায় দৌলত নূরপূর তাঁর নিজ বাসায় মৃত্যু বরণ করেন জাতির এ শ্রেষ্ঠ সন্তান।
শুক্রবার সকাল ১০:৩০ মিনিটে মিঠাপুকুর উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান শেষে নূরপূর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে জানাযা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে মরদেহ সমাহিত করা হয়।
গার্ড অব অনার প্রদর্শন করেন জেলার একদল চৌকস পুলিশ সদস্য।মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব বিকাশ চন্দ্র বর্মন তার মরদেহে পুষ্পমাল্য অর্পন করেন ও তাঁর বিরত্বে কথা উপস্থিত জনতাকে জানান।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৪ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।মরহুমের গ্রামের বাড়ি মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ইউপির দৌলত নূরপূর গ্রামে। শামসুল হক ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে সরাসরি যুদ্ধ করেছেন। মহান মুক্তিযুদ্ধের এই বীর সেনানীর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।