শিরোনাম
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১০:৪১ অপরাহ্ন

পিপিএম পদক পেলেন নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ

ডেস্ক নিউজ / ৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ‘রাষ্ট্রপতি পুলিশ পদক-পিপিএম’ পদক পেয়েছেন নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারুক আহমেদ। গতকাল রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহ-২০২৫ অনুষ্ঠানে তাকে এ পদক তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ফারুক আহমেদকে এ পদক প্রদান করা হয়েছে গত বছরের ১ জুন থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা এবং শৃঙ্খলাপূর্ণ আচরণের মাধ্যমে পুলিশ বাহিনীতে তার অবদানের জন্য। একই সঙ্গে এ বছর বাংলাদেশ পুলিশের ৬২ জন সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) প্রদান করা হয়েছে। রংপুর রেঞ্জ থেকে শুধুমাত্র তিনিই এই সম্মাননা লাভ করেছেন।

২০১৬ সালের জুন মাসে পুলিশ বাহিনীতে যোগদান করেন ফারুক আহমেদ। তিনি চাকরি জীবনে রংপুর, ঠাকুরগাঁও এবং বর্তমানে নীলফামারীতে দায়িত্ব পালন করে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ