শিরোনাম
শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন

নীলফামারীতে ৩৪ পরীক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত

ডেস্ক নিউজ / ৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

নীলফামারীর কানিয়াল খাতা দ্বিমুখী দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধানের গাফিলতির কারণে ৩৪ শিক্ষার্থীর দাখিল পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। গতকাল সোমবার সরেজমিনে বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, ভুলে ভরা প্রবেশপত্র নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছে দাখিল পরীক্ষার শিক্ষার্থীরা। তাদের প্রবেশপত্রে কারও নামের বানান ভুল, কারও জন্ম তারিখ ভুল, আবার কারও প্রবেশপত্রে দেওয়া হয়েছে অন্য আরেকজনের ছবি। এ সময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রতিষ্ঠান প্রধানের কক্ষে তালা ঝুলিয়ে দেয়।

লিপন ইসলাম নামে এক পরীক্ষার্থী বলে, ‘আজকে আমাদের প্রবেশপত্র দেওয়া হবে বলে বিদ্যালয়ে আসতে বলা হয়। কিন্তু আজকে প্রবেশপত্র হাতে পেয়ে দেখি আমার প্রবেশপত্রে অন্য আরেকজনের ছবি। আমার ছবি নেই। আমি এই প্রবেশপত্র দিয়ে কেমন করে পরীক্ষায় অংশগ্রহণ করব!’

 

নুর জামান ইসলাম নামে আরেক পরীক্ষার্থী বলে, ‘জন্ম নিবন্ধন ও আমার সব কাগজপত্রে মায়ের নাম আছে মমেনা বেগম। কিন্তু আজকে প্রবেশপত্র হাতে পেয়ে দেখি আমার মায়ের নাম হয়েছে মমবানা বেগম। স্যারকে ভুলের কথা বললে তিনি বলেন, এগুলো কোনো ভুল হইল!’

অভিযোগের বিষয়ে কানিয়াল খাতা দ্বিমুখী দাখিল মাদ্রাসার প্রধান সুপারিনটেনডেন্ট সাবেদ আলী বলেন, ‘শিক্ষার্থীরা নিয়মিত মাদ্রাসায় না আসায় কিছু ভুল হয়েছে। যেগুলো খুব বড় ধরনের ভুল নয়। এগুলো সংশোধন করার জন্য বোর্ডের দরজা সবসময় খোলা আছে।’

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘প্রবেশপত্রগুলো দ্রুত সংশোধন করার ব্যবস্থা নিতে বলেছি, যাতে পরীক্ষার্থীরা যথাসময়ে পরীক্ষায় অংশ নিতে পারে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ