শিরোনাম
শনিবার, ২৪ মে ২০২৫, ০১:৪১ অপরাহ্ন

দেবীগঞ্জে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে গণজমায়েত

ডেস্ক নিউজ / ২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

 

পঞ্চগড়ের দেবীগঞ্জে চীনের অর্থায়নে প্রস্তাবিত এক হাজার শয্যার মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের দাবিতে গণজমায়েত ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে দেবীগঞ্জ পৌর সদরের বিজয় চত্বরে ‘দেবীগঞ্জ উপজেলাবাসী’ ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বক্তব্য দেন দেবীগঞ্জের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। তাঁরা বলেন, চীনের অর্থায়নে বাংলাদেশে একটি এক হাজার শয্যার মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের পরিকল্পনা রয়েছে। আমরা মনে করি, পঞ্চগড় জেলার মধ্যে দেবীগঞ্জই সবচেয়ে যৌক্তিক ও উপযুক্ত স্থান। এখানে প্রয়োজনীয় জমি আছে, অবকাঠামো আছে এবং বৃহত্তর জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব।

বক্তারা আরও বলেন, দেবীগঞ্জ দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবার দিক থেকে অবহেলিত। আধুনিক হাসপাতাল ও পর্যাপ্ত চিকিৎসক নেই। রোগীদের রংপুর, দিনাজপুর কিংবা ঠাকুরগাঁওয়ে যেতে হয়, যা অত্যন্ত দুর্ভোগের। এই অঞ্চলের সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে মেডিকেল কলেজ ও হাসপাতালটি দেবীগঞ্জে স্থাপন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ