শিরোনাম
নীলফামারী জেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি হলেন মাসুম লালমনিরহাট আদর্শ ডিগ্রী কলেজ’র গভর্নিং বডিতে নির্বাচিত যাঁরা সৈয়দপুর রেলকারখানায় লোহার সরঞ্জামসহ চোর আটক আউটকাম বেসড এডুকেশন একটি রীতিবদ্ধ ধারা : বেরোবি উপাচার্য জলঢাকায় প্রাতিষ্ঠানিক দক্ষতা উন্নয়নে মতবিনিময় বোরো ধান নিয়ে বোবা কান্না! পীরগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন পঞ্চগড়ে টেকসই উন্নয়ন ও শিক্ষা প্রকল্পের গুরুত্ব শীর্ষক কর্মশালা রংপুরে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মরহুম আলহাজ্ব সাফায়েত হোসেনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হাতীবান্ধার পাটিকাপাড়া ইউনিয়ন ভূমি অফিস দুর্নীতির আখড়া, সেবায় ভোগান্তি
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে কবর খুঁড়ে ৪ কঙ্কাল চুরি

ডেস্ক নিউজ / ৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫

ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শুটকিহারি কবরস্থান থেকে ৪টি কবর খুঁড়ে মানুষের মাথার খুলি ও হাড়গোড় চুরির ঘটনা ঘটেছে।

রোববার (৩০ মার্চ) রাত ১টা থেকে ভোর ৬টার মধ্যে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. শহিদুর রহমান বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

কঙ্কাল চুরি হওয়া ব্যক্তিরা হলেন- মহেশখালী গ্রামের মৃত সিদ্দিকা বেগম, নাজু মিয়া, শরীফা খাতুন ও সিফাত আল হাসান।

সকালে স্থানীয়রা দেখতে পান, কবরগুলো খোঁড়া এবং মরদেহের কোনো অস্তিত্ব নেই। পরে কবরস্থান থেকে প্রায় ২০০ মিটার দূরে ভাতারমারি ফার্ম নামক ব্রিজের নিচে একটি ব্যাগের ভেতর থেকে একটি মানুষের মাথার খুলি ও কিছু হাড়গোড় উদ্ধার করা হয়।

ঘটনার খবর পেয়ে কবরস্থানে ছুটে যান স্বজনরা। তারা কাঁদতে কাঁদতে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সিদ্দিকা বেগমের ছেলে বলেন, ‘আমার মায়ের কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে, এটা ভাবতেই আমার শরীর শিউরে উঠছে। যারা এই কাজ করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

নাজু মিয়ার পরিবারের সদস্য মোখলেসুর বলেন, ‘কবরস্থানে এমন ঘটনা ঘটবে, তা আমরা স্বপ্নেও ভাবিনি। আমরা আতঙ্কিত। প্রশাসন যেন দ্রুত অপরাধীদের খুঁজে বের করে।’

শরীফা খাতুনের পরিবারের বড় ছেলে রফিকুল বলেন, ‘আমরা আমাদের প্রিয়জনকে হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারিনি, তার ওপর এমন ঘটনা আমাদের আরও বিপর্যস্ত করে তুলেছে।’

 

 

সিফাত আল হাসানের পরিবারের বাবা কামাল হোসেন বলেন, ‘এই ঘটনায় আমরা হতবাক ও মর্মাহত। আমাদের পরিবারের সদস্যদের কঙ্কাল চুরির ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।’

ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. শহিদুর রহমান বলেন, ‘আমরা ঘটনাটি জানতে পেরেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছি এবং অপরাধীদের শনাক্ত করার জন্য সব ধরনের চেষ্টা চালাচ্ছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ