শিরোনাম
শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে অবৈধ ইটভাটায় ভ্রামমাণ আদালতে জরিমানা

ডেস্ক নিউজ / ৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

ঠাকুরগাঁওয়ে পাঁচটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে চারটি ইটভাটাকে চব্বিশ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভাটায় ইট তৈরির স্থাপনা স্কেভেটর দিয়ে চিমনিসহ ইটভাটার কিলন ভেঙে দেওয়া হয়।

ঠাকুরগাঁও ও ঢাকার যৌথ উদ্যোগে গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) দিনব্যাপী পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন ঠাকুরগাঁও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তামিম হাসান।

ঠাকুরগাঁও জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয় থেকে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় অবস্থিত পাঁচটি অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

এতে চারটি ইটভাটা মালিককে ২৪ লাখ টাকা জরিমানা ও মেসার্স এম এ বি-০২ ও মেসার্স এম এ বি-০৩ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয় ও সদরের বরুনাগাঁও অবস্থিত মেসার্স হিমালয় ব্রিকস ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়।

অভিযান ও জরিমানা আদায়কৃত ভাটাগুলো হলো—ঠাকুরগাঁও জেলা সদরের আকচা ইউনিয়নের বকসের হাট মেসার্স এম এ বি-ভাটা ০২ (৬ লাখ টাকা), মেসার্স এম এ বি-ভাটা ০৩ (৬ লাখ টাকা), দক্ষিণ বঠিনা অবস্থিত মেসার্স এইচ কে বি ভাটা (৬ লাখ টাকা) ও মেসার্স এস কে বি ভাটা (৬ লাখ টাকা)।

এম এ বি-ইটভাটায় কাজ করতে আসা শ্রমিকরা জানান, প্রায় দুইশ শ্রমিক এই ইটভাটায় কাজ করে জীবিকা নির্বাহ করে। আজ সকাল ১১টার দিকে প্রশাসনের লোকজন হুট করে এসে ভাটাগুলো ভাঙা শুরু করে। আমাদের কেউ কাজ বন্ধ রাখতে বলেনি। এসময় কাঁচা ইটগুলো স্কেভেটর মেশিন দিয়ে ভেঙে দেয় এবং ভাটা মালিককে প্রথমে ২৬ লাখ টাকা জরিমানা করে, পরে তা অর্ধেক করে ১২ লাখে আসে। পুরো টাকা দিতে না পারায় ভাটার ম্যানেজার ফারুককে তারা তুলে নিয়ে যায়। পরে টাকা পরিশোধ করে ম্যানেজারকে তারা ছেড়ে দেয়।

এ বিষয়ে ইটভাটা মালিকরা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। তবে এম এ বি-২ ও ৩ এর ম্যানেজার ফারুক এনটিভি অনলাইনকে জানান, সকালে প্রশাসনের লোকজন এসে তাদের দুটি ভাটা এম এ বি-২ ও এম এ বি-৩ কে ১২ লাখ টাকা জরিমানা করে এবং কাঁচা ইট ও চিমনি ভেঙে দেয়। বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দেয়। প্রথমে ২৬ লাখ টাকা জরিমানা করে পরে কথা বলে ১২ লাখ টাকা জরিমানা করে। জরিমানার সময় ১২ লাখ টাকা দিতে না পারায় প্রশাসনের লোকজন তাকে সঙ্গে নিয়ে যায়। পরে বাকি টাকা দিলে তারা তাকে ছেড়ে দেয়। তাদের তৈরি প্রায় পাঁচ লাখ কাঁচা ইট ভেঙে দেওয়া হয়েছে। তাদের দুই ভাটায় সব মিলে প্রায় ৩০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ইটভাটায় কৃষি জমির উর্বর মাটির ব্যবহার কমানোসহ পরিবেশের ক্ষতিসাধন রোধে এবং বায়ু দূষণ কমাতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ