শিরোনাম
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন

গাইবান্ধায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

ডেস্ক নিউজ : / ৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

গাইবান্ধা সদর উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ স্বাধীন মিয়া (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী। এসময় ১৩ পিস ইয়াবা, একটি মোবাইল ফোন ও মাদকদ্রব্য বিক্রির টাকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার। এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার কামারজানি ইউনিয়নের দরিচড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক স্বাধীন মিয়া ওই এলাকার খোরশেদ আলমের ছেলে।

যৌথ বাহিনী সূত্র জানায়, স্বাধীন মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব খাটিয়ে মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১০টার দিকে সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশসহ দরিচড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় স্বাধীন মিয়ার বাড়ির সামনে স্কুল মাঠ থেকে ১৩ পিস ইয়াবা, ১টি স্মার্ট ফোন ও মাদকদ্রব্য বিক্রির টাকা জব্দসহ তাকে আটক করা হয়।

এ ব্যাপারে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, স্বাধীন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ