শিরোনাম
নীলফামারী জেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি হলেন মাসুম লালমনিরহাট আদর্শ ডিগ্রী কলেজ’র গভর্নিং বডিতে নির্বাচিত যাঁরা সৈয়দপুর রেলকারখানায় লোহার সরঞ্জামসহ চোর আটক আউটকাম বেসড এডুকেশন একটি রীতিবদ্ধ ধারা : বেরোবি উপাচার্য জলঢাকায় প্রাতিষ্ঠানিক দক্ষতা উন্নয়নে মতবিনিময় বোরো ধান নিয়ে বোবা কান্না! পীরগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন পঞ্চগড়ে টেকসই উন্নয়ন ও শিক্ষা প্রকল্পের গুরুত্ব শীর্ষক কর্মশালা রংপুরে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মরহুম আলহাজ্ব সাফায়েত হোসেনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হাতীবান্ধার পাটিকাপাড়া ইউনিয়ন ভূমি অফিস দুর্নীতির আখড়া, সেবায় ভোগান্তি
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১২:১৮ অপরাহ্ন

উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে মন্তব্য ॥ রাজারহাটের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বরখাস্ত

মোঃ তৌহিদুর রহমান / ৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫

রাজারহাট, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার আবুল কাশেম বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিবুল হক বসুনীয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ব্যক্তিগত আইডিতে প্রাথমিক ও গণশিক্ষকা মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ উর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়ে বিরুপ মন্তব্য করে পোষ্ট করেছেন। শনিবার (১৭ মে) কুড়িগ্রাম জেলা প্রথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে গত (১৫ মে) প্রাথমিক শিক্ষা অধিপ্তরের মহাপরিচালক কুড়িগ্রাম জেলা প্রথমিক শিক্ষা অফিসারসহ বিভিন্ন দপ্তরে অনুলিপ/অবগতি করে এ বিষয়ে এক অফিস আদেশ পাঠিয়ে দেয়।
কুড়িগ্রাম জেলা প্রথমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, সম্প্রতি রাজারহাট উপজেলার আবুল কাশেম বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিবুল হক বসুনীয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিজের আইডিতে প্রাথমিক ও গণশিক্ষকা মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ উর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়ে বিরুপ মন্তব্য করে পোষ্ট করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের পোস্ট করায় সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। তার এ ধরনের কার্যকলাপ ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা- ২০১৯ (পরিমার্জি সংস্করণ) এর ৭ (ঘ) এবং ১০ (ঙ) (ছ) অনুচ্ছেদের পরিপন্থি। এ কাররণে সরকারে কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩ (খ) বিধি অনুযায়ী অসদাচরণের দায়ে অভিযুক্ত করে রাজারহাট উপজেলার আবুল কাশেম বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিবুল হক বসুনীয়াকে সরকারি চাকির থেকে সাময়িকভাবে বরাখাস্ত করা হয়। বরখাস্তকারীন সময়ে ওই শিক্ষক বিধি মোতাবেক খোরাকী ভাতাসহ অন্যান্য বিষয়ে প্রাপ্য হবেন।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা প্রথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

One response to “উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে মন্তব্য ॥ রাজারহাটের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বরখাস্ত”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ